শেখ রাসেলের জন্মদিনে মিলাদে শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে মাগরিবের নামাজের পর ধানমণ্ডির বঙ্গবন্ধু  ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 05:11 PM
Updated : 18 Oct 2017, 05:11 PM

৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে এই মিলাদে শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাতে শেখ রাসেলসহ ১৫ অগাস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম মো.লিয়াকত হোসেইন মোনাজাত পরিচালনা করেন।

মিলাদে শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ কবির হোসেন ও শেখ জুয়েলসহ আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের শেখ রাসেলকেও রেহাই দেয়নি।