সংবাদের বস্তুনিষ্ঠতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবাদের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 01:02 PM
Updated : 16 Oct 2017, 01:02 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) নেতৃবৃন্দ বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

দশ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রিপোর্টারদের সংবাদ পরিবেশনের সময় প্রকৃত বাস্তবতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

“রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডিইউজেএ’র সদস্যরা সাংবাদিকতার উন্নয়নে বাস্তবতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।”

শিক্ষাজীবনের পাশাপশি সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদকদের প্রশংসা করেন রাষ্ট্রপতি হামিদ।

ডিইউজেএ সভাপতি ফরহাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ সাক্ষাতের সময় সংগঠনের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।