দুর্নীতির মামলায় গ্রেপ্তার হল-মার্ক চেয়ারম্যান জেসমিন

দুর্নীতি দমন কমিশনের দুইটি মামলায় অভিযুক্ত হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 10:48 AM
Updated : 1 Nov 2016, 12:46 PM

মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বলেন, “হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিকাল ৩টার পর গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিষয়ে দুদকের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে, বলেন এ কর্মকর্তা।

২০১৩ সালের ৭ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

২০১০ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে অনিয়মের মাধ্যমে হল-মার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা প্রকাশ পেলে ব্যাপক শোরগোল ওঠে।

ওই অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের অগাস্টে আর্থিক খাতে বড় এই কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে ওইবছর ৪ অক্টোবরে মোট ১১টি মামলা করা হয়, যার মধ্যে এই দুটি মামলাও রয়েছে।