নূরজাহান বেগম ছিলেন বাতিঘর: স্পিকার

বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 10:52 AM
Updated : 23 May 2016, 10:52 AM

শোকবার্তায় বাংলাদেশের প্রথম নারী স্পিকার প্রয়াত নূরজাহান বেগমকে ‘নারী জাগরণের বাতিঘর’ অভিহিত করে বলেন, “তিনি আজীবন নারীর কল্যাণে ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণে তার অবদান চির অম্লান থাকবে।”

স্পিকার নূরজাহান বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানান।

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৯১ বছর।

৭০ বছর প্রাচীন বেগম পত্রিকার শুরু থেকে এর সম্পাদনায় যুক্ত ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে নূরজাহান বেগম। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখালেখির হাতেখড়ি বেগমের মাধ্যমে।

এছাড়া পৃথক পৃথক শোকবাণীতে নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স ম ফিরোজ।