কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তার চেয়ে করা রিট আবেদন নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেছে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ।
Published : 25 Apr 2016, 01:50 PM
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চে আবেদন তোলা হলে এই আদেশ আসে।
পরে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবকাশ শেষে আগামী সোমবার নিয়মিত বেঞ্চ বসছে। সেদিনই নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে।”
এর আগে রিট আবেদনকারী আইনজীবী উপস্থিত না থাকায় ২০ এপ্রিল আবেদনটি তালিকা থেকে বাদ দেয় অবকাশকালীন এই বেঞ্চ।
তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারিক নির্দেশনা চেয়ে করা ৩ এপ্রিল রিট আবেদনটি করা হয়। তাতে হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ঘটনার বিচারিক তদন্ত ও তনুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
এর সঙ্গে সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুসারে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়।
অবকাশ শুরুর আগে ১২ এপ্রিল আবেদনটি হাই কোর্টের একটি নিয়মিত বেঞ্চের তালিকায় উঠলেও সেদিন আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকায় তালিকা থেকে বাদ পড়ে আবেদনটি। এখন সুপ্রিম কোর্টে অবকাশ চলছে। অবকাশ শেষে ২ মে থেকে নিয়মিত আদালত বসছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার মধ্যে খুন হওয়ার পর সারা দেশে প্রতিবাদ শুরু হয়।
থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।