দেওয়া ভ্যাট ‘ফেরত পাবে’ ব্র্যাক শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট নিয়ে এনবিআরের ব্যাখ্যার পর শিক্ষার্থীদের কাছ থেকে এ বাবদে আদায় করা অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2015, 02:05 PM
Updated : 10 Sept 2015, 02:05 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সহুল আফজাল বৃহস্পতিবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন।

সহুল আফজাল বলেন, “এনবিআরের সিদ্ধান্ত অনুসারে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে।”

শিক্ষার্থীরা এ সময় জানতে চান, যারা এরই মধ্যে ভ্যাটের টাকা পরিশোধ করেছে, তাদের কী হবে।

জবাবে আফজাল বলেন, কোনো শিক্ষার্থী ভ্যাট বাবদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে টাকা দিয়ে থাকলে তা ফেরত দেওয়া হবে।

তার ওই বক্তব্যের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান ছেড়ে চলে যায়। এরপর মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যান চলাচল শুরু হয়।

আন্দোলনরত এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সকাল থেকে এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার।

এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ শুরু হয়।

এই পরিস্থিতিতে সারা শহরে যানজট ছড়িয়ে পড়লে নগরবাসীকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়।

এরইমধ্যে দুপুরে ভ্যাটের বিষয়ে ব্যাখ্যা দিয়ে সরকারের একটি তথ্য বিবরণী আসে।

এতে বলা হয়, “শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার জন্য নতুন করে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনক্রমেই শিক্ষার্থীদের নয়।”

‘বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট ‘অন্তর্ভুক্ত থাকায়’ টিউশন ফি বাড়ার কোনো ‘সুযোগ নেই’ বলেও এতে উল্লেখ করা হয়।