দুজনের মৃত্যুর পর হাসপাতালে এখন ভর্তি আছেন নয়জন, তাদের চার জনের অবস্থা সঙ্কটাপন্ন।
Published : 17 Feb 2025, 09:53 AM
ঢাকার আশুলিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দগ্ধদের সমন্বিত চিকিৎসার লক্ষ্যে মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
রোববার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নাসির উদ্দিনকে প্রধান করে ২২ সদস্যের এই বোর্ড গঠন করা হয়। বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বোর্ডে আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত নয় জনের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটাপন্ন, তাদের দুজন আইসিইউতে দুজন এইচডিইউতে ভর্তি। তাদের চিকিৎসায় পরবর্তী করণীয় ঠিক করতে আজ মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।”
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ হয়। সেদিন গভীর রাতে তাদের ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।
ওই ১১ জনের মধ্যে শিউলি আক্তার নামে এক নারী রোববার ভোর রাতে এবং সুমন মিয়া নামে একজন রোববার দুপুরে মারা যান। শিউলি আক্তারের পোড়ার মাত্রা ছিল ৯৫ শতাংশ; সুমনের ৯৯ শতাংশ।
জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সূর্য বানু (৫০), সোহেল মিয়া (৩৮), শারমিন আক্তার (৩৫), শামিম (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুমাইয়া (৩) এখনো হাসপাতালে ভর্তি।
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী শুক্রবার জানিয়েছেন, জিরাবো এলাকার ওই বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুন লাগে।