১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেবেন তিনি।
Published : 13 Feb 2025, 01:56 AM
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন।
বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি দুবাই শহরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
দুবাই থেকে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের বার্তায় বলা হয়, দেশটির ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেওয়ায় ধন্যবাদ দেন। তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন।
তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।
সেখানে ১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেওয়ার কথা রয়েছে।
দুইদিনের সফর শেষে শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
এ সম্মেলনে অংশ নেওয়া রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনার কথাও বলেন তিনি।
এ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণপত্র পাঠান সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে উদ্যোগ অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন রফিকুল আলম।
রফিকুল আলম বলেন, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
উচ্ছ্বসিত প্রবাসীরা
মুহাম্মদ ইউনুসের দুবাই সফরের খবরে উচ্ছ্বসিত সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। আমিরাতে শ্রমিকের চাহিদা থাকায় দেশটির সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভিসা জটিলতার সমাধান, দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের সম্ভবনার দুয়ার খুলবে বলে আশা তাদের।
শ্রমিক ভিসার সমাধান করা গেলে আমিরাত থেকে রেমিটেন্স আরও বাড়বে বলে মনে করছেন প্রকৌশলী সালাহ উদ্দিন।
অপরদিকে জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেওয়া অনেকের আটক হয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তারা মুক্তি পেলেও তারা বেকার হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন।
প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে এসব জটিলতা কাটার প্রত্যাশায় প্রবাসীরা বলে তুলে ধরেন আজমান প্রবাসী হুমায়ূন কবীর।
বাংলাদেশি ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, আমিরাতে থাকা প্রায় ১৫ লাখ বাংলাদেশির ভিসা বন্ধ থাকায় নিজের কোম্পানি স্থানান্তর করতে পারছেন না। এছাড়া ওষধ শিল্পসহ নানা জায়গায় রয়েছে বাংলাদেশের সম্ভাবনা।