আগামী ৩০ দিনের মধ্যে তাকে স্বপদে পুনর্নিয়োগ দিয়ে বকেয়া পাওনাদি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
Published : 10 Jun 2024, 08:10 PM
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এ রায় ঘোষণা করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবীর পল্লব।
পরে হুমায়ন কবীর পল্লব সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসার বিভিন্ন কাজ নিয়ে এমডির সঙ্গে সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানির বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এমডি তাকসিম এ খান ওয়াসা বোর্ডে ইয়াজদানির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তখন বোর্ড কোনো ধরনের শুনানি না করে সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে বরখাস্ত করে।
“এর বিরুদ্ধে আমরা হাই কোর্টে রিট করেছি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ বরখাস্ত কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছিলেন আদালত। আজ শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন। আগামী ৩০ দিনের মধ্যে তাকে স্বপদে পুনর্নিয়োগ দিয়ে তার বকেয়া পাওনাদি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।”
২০২৩ সালের ২২ জুন চুক্তি বাতিল করে সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানিকে ওয়াসা বোর্ড সভায় অব্যাহিত দেওয়া হয়।
এরপর ইয়াজদানির রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৬ জুলাই এই বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
২০২২ সালের ১৬ মে ইয়াজদানিকে ডিএমডি (মানবসম্পদ ও প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় ওয়াসা বোর্ড। চুক্তি অনুযায়ী ডিএমডির তিন বছর দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা।