বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে এয়ার পিউরিফায়ার ব্যবহারে পরিবেশ উপদেষ্টার পরামর্শের পর এমন সিদ্ধান্ত এল।
Published : 21 Jan 2025, 12:07 AM
বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব রোধে ব্যবহৃত যন্ত্র ‘এয়ার পিউরিফায়ার’ আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে এয়ার পিউরিফায়ার ব্যবহারে পরিবেশ উপদেষ্টার পরামর্শের পর এমন সিদ্ধান্ত এল।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনে এয়ার পিউরিফায়ারের আমদানির ক্ষেত্রে বর্তমানে থাকা কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার কথা জানানো হয়।
পণ্যটির আমদানিতে থাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম করও অব্যাহতি দিয়েছে সরকার।
গেল ১৯ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বছর খানেকের মধ্যে বায়ুদুষণ কমানো ‘সম্ভব নয়’ বলেও তখন মন্তব্য করেন তিনি।
পরে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমদানি কর কমানোর নির্দেশনা আসে এনবিআরে।
আরও পড়ুন:
দূষণ ঠেকাতে মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ উপদেষ্টার