ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন তিনি।
Published : 27 Sep 2024, 06:36 PM
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ সম্মেলন কক্ষে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন।
তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক ইউনূস আজকে (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন, সেটি একটি যুগান্তকারী ভাষণ হবে এবং বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করছি।”
প্রধান উপদেষ্টা বাংলা ভাষায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্ব ভার নিয়েছেন এবং এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধান উপদেষ্টার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিউ লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কুলফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জন ব্লিঙ্কেন, চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন দেওয়ার লায়েনের সঙ্গে বৈঠক করেছেন।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, মিয়ারমার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মানবাধিকার সিএসও‘স কো-অডিনেটর ক্যারি ক্যানেডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস।
‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।