“ঢাকায় তাপপ্রবাহ কমে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার,” বলেন আবহাওয়াবিদ শাহীনুল।
Published : 22 Sep 2024, 02:39 PM
দেশের ২২ জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বইছে, সপ্তাহ শেষে বৃষ্টি ঝরে তার আঁচ কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে রাজধানীতে বৃষ্টির সুখবর দিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় তাপপ্রবাহ কমে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার। আর এই সপ্তাহের শেষের দিকে ভাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপপ্রবাহ কমে আসবে।”
রোববার সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
কয়েকদিন ধরে বয়ে চলা তীব্র গরমে জনজীবনে ভোগান্তির শেষ নেই। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে জ্বর, সর্দিকাশি, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ভিড় আগের চেয়ে বেড়েছে হাসপাতালে
এর মধ্যে শনিবার ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিন ধরে চলা তীব্র গরম কিছুটা কমলেও রোববার থেকে গরমের তীব্রতায় হাঁসফাস করছে মানুষ।