নতুন বিচারপতিদের নিয়ে উচ্চ আদালতের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে মনে করেন রাষ্ট্রপতি।
Published : 05 Dec 2024, 10:03 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ২৩ বিচারপতি।
বৃহস্পতিবার তাদের এই সাক্ষাৎ হয় বলে বঙ্গভবন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সাক্ষাতে নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। উপকৃত হবেন বিচারপ্রার্থীরা।
বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশে গত ৮ অক্টোবর ২৩ বিচারপতি নিয়োগ পান। পরদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
নতুন ২৩ জনকে নিয়ে হাই কোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাড়িয়েছে ১০১ জনে।