গাবতলী সেতুর আমিনবাজার অংশে পণ্য পরিবহনের অসংখ্য ট্রাক আটকে থাকতে দেখা গেছে।
Published : 05 Aug 2024, 02:23 PM
অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যে সোমবার সকাল থেকে ঢাকায় সুনসান নীরবতা বিরাজ করছে। ঘরের বাইরে লোকজনকে তেমন চলাফেরা করতে দেখা যায়নি। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ও চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সকালে মিরপুর, কালশী, ইসিবি চত্বর, বনানী, মহাখালী ও পরিবাগ ঘুরে দেখা যায়, রাস্তায় গণপরিবহন একদম নাই। সাধারণ ছুটি ঘোষণায় সাধারণ মানুষের কর্মচঞ্চলতা নেই। জনমনে উৎকণ্ঠায় সড়কে তেমন কেউ বেরও হচ্ছে না। তবে এলাকার গলিতে দোকানপাট খোলা রয়েছে।
পেটের দায়ে অনেক রিকশাচালক সড়কে থাকলেও যাত্রীর দেখা মিলছে না।
ইসিবি চত্বরে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকায় ইদ্রিস আলী বেলা সাড়ে ৯টায় বলেন, “কারফিউয়ের সময় রাস্তায় বাইর হইতে ডর লাগে। কিন্তু পেট তো আর কারফিউ বুঝে না। সকাল আটটায় বের হইছি। এখনও একজন যাত্রী পাই নাই।”
রিকশাচালক আবদুল সালাম বলেন, “বাসায় চাইল-ডাইল নাই। ট্রিপ মাইরা টাকা দিয়া বাজার করতে অইব। এইসব গ্যাঞ্জাম হইল গিয়া আমাদের মতো গরিবের পেটে লাথি দেওয়া।”
মোটরসাইকেল চালক ইব্রাহিম বলেন, সকাল থেকে বসে আছেন। কোনো যাত্রী নাই।
“সাহস করে বের হইছি। মেইন সড়ক বাদ দিয়া চিপাচাপা দিয়া যাওয়া যাবে। কিন্তু লোকজনই তো নাই।”
গাবতলীতে রাস্তার দুই পাশে ট্রাক আড়াআড়ি করে সড়ক বন্ধ রাখা হয়েছে। বিপুল সংখ্যক সাঁজোয়া যান নিয়ে পুলিশের সদস্যরা রাস্তার দু পাশেই সতর্ক অবস্থানে রয়েছে।
গাবতলী সেতুর আমিনবাজার অংশে পণ্য পরিবহনের অসংখ্য ট্রাক আটকে থাকতে দেখা গেছে।