আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, তারা সরকারের কাছে এ ধরনের কোনো নিরাপত্তা ‘চাননি’।
Published : 10 Sep 2024, 04:43 PM
দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে ‘বিন্দুমাত্র অবগত নন’ বলে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় সফরের সময় একটা সাধারণ নাগরিক যে ধরনের নিরাপত্তা প্রত্যাশা করে, তারাও তেমনটাই প্রত্যাশা করেন।
গত রোববার পুলিশ সদরদপ্তরের অপারেশন্স শাখা থেকে এক অফিস আদেশে সমন্বয়কদের সফরের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়।
অপারেশন্স শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদের সই করা জরুরি চিঠিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
এ নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হলে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার বলেন, তারা সরকার বা পুলিশের কাছে এ ধরণের কোনো ‘নিরাপত্তা চাননি’।
ফেইসবুকে এক পোস্টে হাসনাত বলেন, “আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি। একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়।”
পুলিশের চিঠিটি র্যাব মহাপরিচালক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, নৌ পুলিশের অতিরিক্ত আইজি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের কাছেও পাঠানো হয়।
চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এর সমালোচনা করে মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা মঙ্গলবার সকালে চিঠির কপি ফেইসবুকে শেয়ার করে লেখেন, “এইসব কী! কেন?”
ফেরদৌস মুন্না নামে আরেকজন ফেইসবুকে লেখেন, “এই প্রটেকশন বিগত আন্দোলনে অংশ নেওয়া অপরাপর সংগঠনগুলোও ডিজার্ভ করে। ছাত্রদলেরও শতাধিক নেতা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাহলে ছাত্রদল তো এই প্রটেকশন পাওয়ার দাবিদার। অন্য অঙ্গসংগঠনের কথা না হয় বাদই দিলাম। তবে এই পুলিশ প্রটেকশন ও আনুকল্য স্বেচ্ছাচারী মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া এত অল্প সময়ে তাদের এসব দরকার হচ্ছে কেন? আগে তো লাগে নাই।”
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া) এনামুল হক সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের চিঠি নিয়মিত কাজের অংশ হিসাবেই সদর দপ্তর থেকে ফিল্ড ইউনিটগুলোকে দেওয়া হয়।”
‘নিরাপত্তা চাওয়া হয়নি’– বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “পুলিশের কাজই হল সকলের নিরাপত্তা দেওয়া। সেই কাজটিই পুলিশ নিয়মিত করে থাকে।”