নায়েমের উপপরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) মান্নান চৌধুরীকে ওএসডি করা হয়েছে।
Published : 02 Feb 2025, 02:52 PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেসাম উল হক। আর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন মহাপরিচালক হলেন এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আরেক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালকের (অর্থ ও ক্রয়) দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের অধ্যাপক গোপীনাথ পালকে।
এ আদেশেই নায়েমের উপপরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) আব্দুল মান্নান চৌধুরীকে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ।