পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার এবং ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশিকে লিবিয়া থেকে প্রত্যাবাসন করা হবে।
Published : 28 Nov 2023, 05:13 PM
লিবিয়ার বন্দিশিবিরে থাকা ১৪৩ জন বাংলাদেশি অভিবাসীকর্মীকে দেশে ফেরানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে পৌঁছান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদেরকে ফেরানো হয়েছে।
ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এই বাংলাদেশিরা।
ফিরিয়ে আনা এই বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।
আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী দেওয়া হয়।
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত থাকার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার এবং ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশিকে লিবিয়া থেকে প্রত্যাবাসন করা হবে।