“নারীদের প্রতি সহিংস আচরণ করেন তিনি। সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন,” বলছে পুলিশ।
Published : 10 Mar 2025, 09:15 PM
রাজধানীর শ্যামলী এলাকায় যৌনকর্মীদের মারধর ও ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ফেইসবুক আইডিতে নাম ‘এইচ এম রাসেল সুলতান’ হলেও পুলিশ বলছে তার নাম রাসেল হোসেন (৩০)।
২০২৪ সালের অগাস্টের শেষদিকে যৌনকর্মীদের মারধর ও ভিডিও ছড়িয়ে আলোচিত হন তিনি। দুদিন আগে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হান্নান মাসুদের সঙ্গে ছবিতেও তাকে দেখা যায়। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে তাকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলেন। সহিংস আচরণ করেন। পরে সেসবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।”
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।