জালালকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 05 Nov 2024, 02:01 PM
শাহবাগ থানার মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
মোল্লা জালালকে মঙ্গলবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে, শুনানি শেষে এই সাংবাদিককে কারাগারে পাঠনোর আদেশ দেয় আদালত।
শুনানিতে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেনি বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি ওসি মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, চারদিন আগে শাগবাগ থানায় এক ব্যক্তি মোল্লা জালালের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
ওসি মনসুর বলেন, “ওই মামলাতেই জালালকে সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।“
মোল্লা জালালের বাসা ও অফিস দুটোই সেগুন বাগিচায়। এনএনবি নামে একটি অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক তিনি।