“শনির আখড়া থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী আড়তে যাওয়ার পথে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হয় মানুষ।”
Published : 25 Dec 2024, 06:40 PM
পুরান ঢাকার নবাবগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে আহত এক যুবকের মারা যাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন শুভ (৩৫) নামের এই যুবকের মৃত্যু হয়েছে।
এদিন ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা ওয়াসার এক কর্মচারী।
কদমতলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দোকানকর্মী এক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে লালবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, শুভ ওই এলাকার শাকিল নামে এক যুবকের কাছে কিছু টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাত দেড়টার দিকে শাকিলসহ ২-৩ জন মিলে শুভকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বুধবার দুপুরে তার ময়নাতদন্ত শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুভর চাচাতো ভাই রোকনউদ্দিন জানান, তার পরিবার পুরান ঢাকার ডুরি আঙ্গুল লেন এলাকার স্থায়ী বাসিন্দা। চার ভাইয়ের মধ্যে শুভ ছিল ছোট, তিনি তেমন কিছু করতেন না।
ছিনতাইকারীর ছুরিতে ওয়াসার কর্মচারী গুরুতর আহত
যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছিনতাইকারীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত ওয়াসার কর্মচারী হোসেন আলী (৫০) আশংকাজনক অবস্থায় মালিবাগের এ ওয়ান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার কথা বলেছেন তার ছেলে ইকবাল।
তিনি বলেন, তার বাবা কামরাঙ্গীচর চাঁদনী ঘাটে ওয়াসার জোন- ১ এ কর্মরত। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর হাঁটাহাঁটি করে নাস্তা খেয়ে কর্মস্থলে যান তিনি। বুধবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় কুতুবখালী স্কুলের সামনে ৩/৪ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার কাছে থাকা মোবাইল ও নগদ ৪-৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ফারুক বলেন, আহত অবস্থায় বুধবার সকালে হোসেন আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে আইসিইউ খালি না পেয়ে তাকে অন্যত্র নেওয়া হয়েছে।
ইকবালের ভাষ্য, শনির আখড়া থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী আড়তে যাওয়ার পথে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হয় মানুষ। শুক্রবার রাতে কাজলা ফুট ব্রিজের নিচে তিনিও ছিনতাইয়ের শিকার হয়েছেন।
কিশোর ছুরিকাহত
কদমতলীতে কিশোরগ্যংয়ের ছুরিকাঘাতে আহত সাব্বিরকে (১৭) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার বন্ধু পলাশসহ কয়েকজন।
সৌদ আরব থেকে মাস খানেক আগে দেশে পলাশ বলেছেন, সাব্বির জুরাইনের বিক্রমপুর মার্কেটের একটি দোকানের সেলসম্যান হিসেবে কাজ করে।
তিনি বলেন, তাদের বাসা কদমতলী আলমবাগ এলাকায়। মঙ্গলবার রাতে বাসার পাশে রেললাইনের কাছে হাঁটাহাঁটি করার সময় ৫-৬ কিশোর তাকে ঘিরে ধরে জেরা করছিল। সে সময়ে তার হাতে আই ফোন ও সাথে ২০-২৫ হাজার টাকা ছিল। তিনি ওই কিশোরদের কাউকে চিনতে পারেননি। তাদের সঙ্গে কথা-কাটাকাটি চলার সময় প্রতিবেশী ও বন্ধু সাব্বিরসহ অনেকেই এগিয়ে আসে এবং তাদের (কিশোরগ্যাং) জিজ্ঞেসাবাদ করে। এসময় কিশোরদের একজনকে চড় মারেন পলাশের পক্ষের একজন। পরে এলাকার ‘বড় ভাই’রা তা মীমাংসা করে দিলে সবাই চলে যায়।
পলাশ বলেন, ঘন্টাখানেক পর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই এলাকার কিশোরগ্যাংয়ের ২০ থেকে ২৫ জনের একটি দল এসে সাব্বিরকে একা পেয়ে শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগে তারা পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ফারুক বলেন, আহত সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।