যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ পেয়েছে নতুন সচিব।
Published : 06 Oct 2024, 03:19 PM
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
মোরশেদ জামান স্থানীয় সরকার বিভাগে চলতি বছরের ১৯ জুন সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের দায়িত্ব সামলেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে দ্বিতীয় শ্রেনীতে প্রথম স্থান অর্জন করেছিলেন, আর স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।
আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগের সচিব করেছে সরকার।
একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব সাইদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আল আমিন সরকারকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
আলাদা প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দপ্তর-প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতি আর ব্যাপক রদবদল অব্যাহত আছে।