দুই বছরের জন্য সিদ্দিক জোবায়েরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
Published : 14 Oct 2024, 10:05 PM
সাবেক আমলা সিদ্দিক জোবায়েরকে চুক্তিতে চাকরিতে ফিরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে আদেশ জারি করে বলেছে, অন্য সব পেশা, ব্যবসা বা সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগ করার শর্তে দুই বছরের জন্য সিদ্দিক জোবায়েরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মাধ্যমিকে উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে গত ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব করা হয়। এর পর থেকে শিক্ষার পদটি শূন্য ছিল।
আব্দুর রশিদও গত ১৭ অগাস্ট চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছিলেন।
ক্ষমতার পালাবদলের পর থেকে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা ‘বৈষম্যমূলকভাবে পদোন্নতি বঞ্চিত’ রাখা হয়েছিল, তাদেরও ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।