নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় পুলিশ সুপার বদলের এ আদেশ এল।
Published : 11 Dec 2024, 06:24 PM
পুলিশে চলমান রদবদলের মধ্যে এবার ১২ জেলার পুলিশ সুপারকে পরিবর্তন করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসব জেলায় নতুন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোথায় বদলি করা হয়েছে, সেই আদেশ হয়নি।
চট্টগ্রাম জেলার পাশাপাশি এদিন রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় ও নওগাঁয় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়।
নতুন যেসব পুলিশ কর্মকর্তাদের এসব জেলায় পাঠানো হচ্ছে তারা এখন পিবিআই, এসবি, কমাড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, অ্যান্টি টেররিজম ইউনিট, এবিপিএন, ডিআইজি রেঞ্জ অফিস, পুলিশ অধিদপ্তর ও সদর দপ্তরে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন।
সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়।
অন্তর্বর্তী সরকার গত ২০ নভেম্বর আগের পুলিশ প্রধান মো. ময়নুল ইসলামকে সরিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব দেয় বাহারুল আলমকে।
নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় এসব পুলিশ সুপার বদলের এ আদেশ এল।
পুলিশ সুপার মর্যাদার ৪৮ কর্মকর্তা বদলি
অবসরে যাওয়া বাহারুল আলম নতুন আইজিপি, সাজ্জাত ডিএমপি কমিশনার