এই বছরের সহায়তা গত বছরের তুলনায় তিনগুণের বেশি।
Published : 20 Aug 2024, 08:20 PM
বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলতি বছরে এক কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
মঙ্গলবার ঢাকায় কোরিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউএনএফপিএ’র মাধ্যমে দেওয়া হবে এ সহায়তা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের পর রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রতি বছর ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার করে সহায়তা দিয়ে আসছে দক্ষিণ কোরিয়া সরকার।
এই বছরের সহায়তা গত বছরের তুলনায় তিনগুণের বেশি এবং এর আগে যে কোনো বছরের তুলনায় বেশি।
আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে অনুদানের পাশাপাশি এ বছর রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৫ হাজার টন চাল দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া দূতাবাস, যা দিয়ে ১০ লাখ রোহিঙ্গাকে দেড় মাস খাওয়ানো সম্ভব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দূতাবাস মনে করছে, কোরিয়া প্রজাতন্ত্রের এই অনুদান ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) বাস্তবায়নে এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”