যাত্রাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুন

আগের দিন বিদ্যুতের লাইন নিয়ে স্থানীয় কিছু তরুণের সঙ্গে হাবুর দ্বন্দ্ব হয় বলে জানান ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 05:30 PM
Updated : 16 August 2022, 05:30 PM

রাজধানীর যাত্রাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইনি হলেন- ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক হাবু (৩৫)।

মঙ্গলবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে কয়েকজন তরুণ তাকে ছুরি মেরে পালিয়ে যায় বলে জানান, সংগঠনটির একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাবুকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের ধারণা, ফুটপাতে বৈদুতিক লাইন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।

তিনি জানান হাবু কাঁচামালের ব্যবসা করতেন। আগের দিন বিদ্যুতের লাইন নিয়ে স্থানীয় কিছু তরুণের সঙ্গে তার দ্বন্দ্ব হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ীর টানপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন আবু বক্কর সিদ্দিক হাবু। তার তিন ছেলে রয়েছে। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডার নান্দা গ্রামে।