নকুল কুমার বিশ্বাস অভিযোগ করেছেন, তাকে অনেক ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তিনি পুনরায় ভোটের দাবি জানিয়েছেন।
Published : 09 Jan 2024, 08:49 AM
হানিফ সংকেতের জনপ্রিয় ‘ইত্যাদি’ ম্যাগাজিনের সুবাদে খ্যাতি পাওয়া কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ভোটের মাঠে নেমে বাজিমাত করতে পারলেন না।
লড়াই তো দূরের কথা, উল্টো জামানত হারিয়েছেন তিনি।
গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে মাত্র ২৬৩ ভোট পেয়েছেন এই কণ্ঠশিল্পী।
নিয়ম অনুযায়ী, কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মারুফুর রশিদ খানের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা গেছে, নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ৯৬ হাজার ৩৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। আর নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, “নির্বাচনের নিয়ম অনুযায়ী তার আসনের প্রাপ্ত ভোটের ফল হিসাব করলে দেখা যায় তিনি জামানত হারিয়েছেন।”
এদিকে ফল ঘোষণার পর সোমবার এক ভিডিও বার্তায় ভোটে অনিয়মের অভিযোগ করেন কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে অনেক ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি।
তিনি পুনরায় নির্বাচন দাবি করেছেন।