বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
Published : 07 Nov 2023, 03:53 PM
বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন তৈরির সম্ভাবনা রয়েছে, যেখান থেকে তৈরি হবে লঘুচাপ। এর প্রভাবে আগামী সপ্তাহে কয়েক দিন সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরশু থেকে উপকূলীয় অঞ্চলসহ দেশের কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঢাকা খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চল।
“আর ৩০ তারিখ থেকে উত্তরাঞ্চল, অর্থাৎ রংপুর, সিলেট, রাজশাহী; এসব অঞ্চলেও বৃষ্টিপাত হবে। সবমিলিয়ে এখন থেকে প্রতিদিনই বৃষ্টিপাত হবে, তবে পরিমাণটা বৃদ্ধির দিকে।"
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, "বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।"
আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েব জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া শনিবারও দেশের প্রতিটি বিভাগে হালকা থেকে মাঝারি এবং বজ্রসহ বৃষ্টির অভাস দিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাইজদীকোর্টে। এই সময়ে দেশের প্রত্যেক জেলার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর; তবে সবচেয়ে বেশি ছিল যশোরে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমবে বলা জানান আবহাওয়াবিদ মল্লিক।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)