খাল পরিষ্কারে অংশ নেওয়ার পরই খালের অংশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভাঙা শুরু হয়। এসময় একটি ১০ তলা ভবনের অবৈধভাবে নির্মাণ করা অর্ধেক অংশও ভাঙা হয়।
Published : 23 Feb 2024, 12:21 PM
রাজধানীর বসিলায় লাউতলা খাল পরিচ্ছন্ন এবং খালের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
শুক্রবার সকালে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতেই অভিযানে অংশ নিয়েছে ৬টি বিশেষ বুলডোজার, এক্সক্যাভেটরসহ বিভিন্ন গাড়ি।
খাল পরিষ্কারে অংশ নেওয়ার পরই খালের অংশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভাঙা শুরু হয়। এসময় একটি ১০ তলা ভবনের অবৈধভাবে নির্মাণ করা অর্ধেক অংশও ভাঙা হয়।
এর আগে পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবীদের সঙ্গে মেয়র নিজেও খালে গ্লাভস হাতে খাল পরিষ্কারে নামেন।
অভিযানে নামার আগে বসিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীকে শপথ পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “সিটি কর্পোরেশনের খালের জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তারা যতই ক্ষমতাধর হোক, খালের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করবই।”
যারা খালে আবর্জনা ফেলেন, তাদের সমালোচনাও করেন তিনি।
মেয়র বলেন, “যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে। তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে।”