মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আকওয়া পাওয়ারের প্রস্তাবিত বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সমর্থন চান রাষ্ট্রদূত।
Published : 28 Oct 2024, 04:39 PM
বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস।
জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সোমবার সৌজন্য সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয় তার দপ্তর থেকে জানানো হয়েছে।
দুই দেশের মধ্যে সম্পর্ককে অন্যান্য দেশের তুলনায় ‘অনন্য’ এবং ‘স্বতন্ত্র’ বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বলেন, “এটাই সেই সময় যখন সৌদি আরব আমাদের সবচেয়ে ভালো সমর্থন দিতে পারে।”
ইউনূস সৌদি আরবকে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকে তারল্য সহায়তা বাড়ানোর জন্য তহবিল জমার অনুরোধ জানান।
তিনি বলেন, “এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি অসাধারণ দৃষ্টান্ত হবে।”
তিনি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যের ছাড় সরবরাহ, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান যাতে সৌদি আরবে আরও দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানো যায়।
রাষ্ট্রদূত আল দুহাইলান তার দেশে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্বীকার করে বলেন, আরও দক্ষতা অর্জন করলে তারা আরও ভালো উপার্জন করতে এবং দেশে আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারবে।
বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন, যারা বছরে বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫,০০০ ভিসা ইস্যু করে, যা বাংলাদেশি অভিবাসী এবং মুসলিম তীর্থযাত্রীদের জন্য।
২০২৩ সালে প্রায় ৫ লাখ বাংলাদেশি উমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণ করেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।
বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আকওয়া পাওয়ারের প্রস্তাবিত বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সমর্থন চান তিনি।
রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে সৌদি জাতীয় দিবস উপলক্ষে দুই পবিত্র মসজিদের খাদেম কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
“আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশা আল্লাহ বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত,” বলেন তিনি।
প্রধান উপদেষ্টাকে কোরানের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজের একটি প্রতিকৃতি উপহার দেন রাষ্ট্রদূত।