বসুন্ধরা এবং ছুলমাইদ এলাকায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে অভিযান চালিয়ে ছানোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Published : 16 Feb 2025, 04:36 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে এক ব্যক্তিকে হামলার ঘটনায় রাজধানীর ভাটারা থানার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
একই মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)কেও গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ডিএমপি রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভাটারা থানা এলাকার বসুন্ধরা এবং ছুলমাইদ এলাকায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে ছানোয়ারসহ আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গত ৫ অগাস্টে সকাল ১০টার দিকে
ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার তিনজনের মধ্যে সাবেক এমপি ছানোয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু মুসা সন্দেহভাজন আসামি। এছড়া ঢালী ওই মামলায় এজাহারভুক্ত আসামি।
ব্র্যাকের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
ডিএমপির আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্ব (২৪)কে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার রাত ১১টার দিকে অপুর্বকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্রাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া অপূর্ব ওই মামলার সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তারের পর চারজনকেই আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।