আমিনবাজার, হেমায়েতপুর, সাভারসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
Published : 11 Mar 2025, 08:58 AM
ঢাকার উপকণ্ঠ আমিনবাজারে বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সকাল সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সকাল ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম গাড়িটি পৌঁছায়। পরে আশপাশ থেকে আরও গাড়ি আসে। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা সকাল সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমাদের একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে, একটু সমস্যা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছি।”
আগুন নিয়ন্ত্রণের পর স্থানীয়রা জানিয়েছেন, আমিনবাজার, হেমায়েতপুর, সাভারসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।