২০১৭ সালে আওয়ামী লীগ সরকার জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে আলাদা করে।
Published : 03 Nov 2024, 05:43 PM
প্রায় সাত বছর আগে দুই ভাগ হয়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার একীভূত হচ্ছে। ফলে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম একজন সচিবের অধীনেই পরিচালিত হবে।
রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত উল্লেখ করে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে বলে একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।”
এই অনুশাসন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।
বর্তমানে জননিরাপত্তা বিভাগে পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টার রয়েছে।
সুরক্ষা বিভাগে আছে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগ কোনো সচিব নিয়োগ দেওয়া হয়নি।