এ নিয়ে সমালোচনার মধ্যে যন্ত্রপাতি কেনার বিষয়ে সরকারের নীতি প্রণয়নের কথা ঢাকায় এক সংলাপে তুলে ধরেন তিনি।
Published : 09 Jun 2024, 09:51 PM
প্রশিক্ষিত জনবল না থাকলে কোনো হাসপাতাল নতুন যন্ত্রপাতি কিনতে পারবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এ কথা বলেন তিনি।
দেশের অনেক হাসপাতালে যন্ত্রপাতি কেনার পর তা দিনের পর দিন অকেজো অবস্থায় থেকে নষ্ট হয়ে যাওয়ার খবর এসেছে। এ নিয়ে সমালোচনার মধ্যে যন্ত্রপাতি কেনার বিষয়ে সরকারের নীতি প্রণয়নের কথা সংলাপে তুলে ধরেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যন্ত্রপাতি কেনার ব্যাপারে সরকার একটা নীতি ঠিক করেছে, যে যন্ত্রপাতি চালানোর লোক আছে সেগুলোই কেনা হবে।
“আমাকে একজন প্রশ্ন করলো, এক জায়গায় ডিজিটাল এক্স-রে মেশিন গেছে, কিন্তু সেখানে চালানোর মত লোক নেই। এ ধরনের পদক্ষেপ আমি নেব না। আমি আগে দেখব ওই জায়গায় যে ডিমান্ড আসবে ওই হাসপাতালে ওই যন্ত্র চালানোর মত কোনো লোক আছে কি না। যদি থাকে তবে আমি কিনব, না হয় কিনব না।”
ডা. সামন্ত লাল বলেন, “বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আমার যে হাসপাতাল তৈরি করেছি, সেখানেও একটা পোস্ট রেখেছি বায়োমেডিকেল, আমরা এ বিষয়ে কাজ করব।”
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কথা বলতে পারবেন না, সম্প্রতি ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ আদেশ দিয়েছেন।
এ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালককে ফোন করেছেন। পরিচালক রোববার তার সঙ্গে দেখা করেছেন।
“আমি ওনাকে যেটা বলেছি যে, দেখেন, সাংবাদিকদের তাদের মত কাজ করতে বলেন। এখানে যেন কোনোরকম বৈষম্য বা কোনোরকম বিবাদ না হয়। এটা আমি উনাকে স্পষ্ট করে বলে দিয়েছি।”
বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।