ঢাকা সেনানিবাসে বিদায়ী সভায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
Published : 22 Jun 2024, 11:10 PM
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায়ী সভায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার ঢাকা সেনানিবাসে বিদায়ী সভায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, “প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”
অন্যান্য সেনানিবাস থেকে সেনাসদস্যরা ভিডিও টেলি কনফারেন্সে সেনাপ্রধানের বিদায়ী দরবারে অংশ নেন।
শনিবার সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের শেষ কর্মদিবস ছিল। ২০২১ সালের ২৪ জুন থেকে তিনি সেনাপ্রধানের দায়িত্ব সামলেছেন।
এ বাহিনীর প্রধান হিসেবে রোববার বিকালে দায়িত্বগ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান; তিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিয়োগের আদেশ জারি করে। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন-