“কিছু যুবক দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ডাকাতির চেষ্টা করে।”
Published : 07 Sep 2024, 03:59 PM
ঢাকার গুলশানে একটি বহুতল ভবনে ডাকাতির চেষ্টার সময় হাতেনাতে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১টার দিকে গুলশান ২ এলাকায় ফাইন্যান্স স্কয়ার নামের বহুতল ভবনে ডাকাতির চেষ্টা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে।
ওই ভবনে এক্সিম ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
পরিদর্শক রাজু বলেন, “রাত ১টার দিকে কিছু যুবক দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ডাকাতির চেষ্টা করে।
“খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে।”
তিনি বলেন, “কিছু লুট হয়েছে কী না এবং আটকদের নাম পরিচয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তাদের সঙ্গে আর কারা ছিল, জানার চেষ্টা চলছে।”