স্বাস্থ্যবীমা চালুর তাগিদও দিয়েছেন তিনি।
Published : 14 Oct 2024, 09:38 PM
বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ খাতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে গণদাবি তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় ও করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক এই পরিচালক বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবীমা চালুর কোনো বিকল্প নেই।
“সরকার এমন একটা নীতি তৈরি করবে যেটা সমাজ থেকে দাবি হিসেবে উত্থাপিত হবে। সরকার মনে করবে আমি যদি এই দাবি কার্যকর করি তাহলে আমার সাপোর্ট বাড়বে। গণদাবি না উঠালে কোনো সরকারই বাজেটে স্বাস্থ্যের জন্য বরাদ্দ বাড়াবে না। আর আমাদের জন্য ইন্সুরেন্স চালু করতে হবে।”
বিধান রঞ্জন বলেন, অনেক দেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে দুর্বল হলেও তারা স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাংলাদেশের চেয়ে বেশি খরচ করে। তারা সেটার সুফলও পায়।
“সরকারি বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ খুব বেশি বাড়বে এটা আশা করতে পারি না। এজন্য হেলথ ইন্সুরেন্স কার্যকর করা যায়। আমাদের পাশের দেশেই হেলথ ইন্সুরেন্স কার্যকর হয়েছে। তারা সামান্য একটা প্রিমিয়াম দেয়, বিনিময়ে বড় ধরনের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসার ব্যয় মেটাতে পারে। দেশে স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য হেলথ ইন্সুরেন্স চালু করা খুব জরুরি।”
সেমিনারে ’গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের’ প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। এজন্য ক্যান্সার আক্রান্তদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের পাশাপাশি স্বাস্থ্যবীমা চালু করা দরকার।
সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সভাপতি রোকশানা আফরোজের সভাপতিত্বে সভায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. সাইদুজ্জামান চৌধুরী অপু, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.হালিদা হানুম আখতার, অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেজবাউল খান ফরহাদ বক্তব্য রাখেন।