পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা নতুন করে দেখা বা পুনর্মূল্যায়ন করা হয় না। সব প্রশ্নের বিপরীতে পাওয়া নম্বর ঠিকভাবে যোগ করা হয়েছে কি না তা যাচাই করা হয়।
Published : 14 Nov 2024, 09:15 PM
ঢাকা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে নতুন করে ১৩৭ জন পরীক্ষার্থী পাস করেছে; গ্রেড পরিবর্তন হয়ে আরও ২০০ জন পেয়েছে জিপিএ-৫।
বৃহস্পতিবার দেশের সব বোর্ড থেকে আলাদাভাবে খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। আর যে টেলিটক মোবাইল নম্বর থেকে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, সেই নম্বরেও ফল পাঠিয়ে দেওয়া।
ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫৯ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।তাতে ফেল থেকে যারা পাস করেছেন, তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়ে গেছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। এ বোর্ডের ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী ৬৮ হাজার ২৭১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১ জন পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। এ বোর্ডের ২৪ হাজার ২২১ জন পরীক্ষার্থী ৬৬ হাজার ৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১ জন পরীক্ষার্থী। খাতা পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। মোট ৮৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এ বোর্ডে। এ বোর্ডের ৭ হাজার ২১ জন পরীক্ষার্থী ২৪ হাজার ২৬৫টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
সিলেট বোর্ডের ১৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ বোর্ডের ৬ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী ১০ হাজার ৬৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
ময়মনসিংহ বোর্ডের ১৮ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী ৪৬ হাজার ২৪১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫৯৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২৩ জন। আর এজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
আলিমের ১০ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ২ হাজার ৭১৪ জন আলিম পরীক্ষার্থী ৭ হাজার ৮১৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন এবার।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে 'অসন্তুষ্ট' হয়ে এবার সারা দেশে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনর্নিরীক্ষণ বা রিভিউয়ের আবেদন করেছিলেন।
প্রতি বছরই এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তা পুনর্নিরীক্ষণের সুযোগ পান। ফল প্রকাশের পরের এক সপ্তাহ নির্ধারিত ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকে। মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।
পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা নতুন করে দেখা বা পুনর্মূল্যায়ন করা হয় না। সব প্রশ্নের বিপরীতে পাওয়া নম্বর ঠিকভাবে যোগ করা হয়েছে কি না তা যাচাই করা হয়।