থার্ড টার্মিনালের বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন বেবিচক চেয়ারম্যান।
Published : 24 Aug 2024, 06:52 PM
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) মঞ্জুর কবীর ভূইয়া।
শনিবার এ টার্মিনাল পরিদর্শন করে কাজের অগ্রগতি, মান এবং সময়মত কাজ শেষ করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তিনি আলোচনা করেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য অবশিষ্ট কাজসমূহ দ্রুত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।”
বেবিচক এক বিজ্ঞপ্তিতে বলেছে, থার্ড টার্মিনালে নবনির্মিতি চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, অ্যারাইভাল, ডিপার্চার এবং এয়ারক্রাফট পার্কিং অ্যাপ্রোন ও রোড নেটওয়ার্কসহ প্রকল্পের আওতায় নির্মিত অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান।
গত বছরের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের সফট ওপেনিং বা আংশিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। সেই লক্ষ্য ধরেই এগোনোর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। আর বাকি টাকার যোগান দিচ্ছে সরকার। এভিয়েশন কনসোর্টিয়াম ঢাকার (এডিসি) মাধ্যমে এই টার্মিনালের নির্মাণকাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং।