শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললে দপ্তর পুনর্বণ্টনও হয়ে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব।
Published : 10 Nov 2024, 06:20 PM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা যুক্ত হচ্ছেন, শপথ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে তাদের।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।
দুপুরে জানা গিয়েছিল, বঙ্গভবনে নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন চলছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখার কথা বলেছিলেন।
তবে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, “তিনজন শপথ নিতে পারেন, তারপর দেখা যাক।”
শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললে দপ্তর পুনর্বণ্টনও হয়ে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “দপ্তরবণ্টন মাননীয় প্রধান উপদেষ্টার অধিকার। তিনি কাকে কোন দপ্তর দেবেন আজকে নির্দেশ করলে আজকেই নোটিফাই করে দেব। আমরা রেডি আছি।”
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার দ্বিতীয় দফায় বাড়ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেল বিজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হয়েছেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে এখন উপদেষ্টার পরিষদে আছেন ২১ জন।