বেলা ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় দুই ঘণ্টার এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
Published : 25 Nov 2024, 06:22 PM
কয়েক কিলোমিটার দূরে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে হামলা এবং রক্তক্ষয়ী সংর্ষের পর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজে একদিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোহরাওয়ার্দী কলেজ বন্ধের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়।
তিনি বলেন, “আগামীকাল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জানিয়েছে আগামীকালকের অনার্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত করেছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে অধ্যাপক কাকলী বলেন, “আক্ষেপ করে বলতে হচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত আমার ক্যাম্পাসে কোনো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি।
“আমি এখন যাত্রাবাড়ী আসছি। এখানে আমার শিক্ষার্থীরা আটকা পড়েছে। তাদের উদ্ধার করতে হবে। কিন্তু নিরাপত্তা ইস্যু থাকায় আমাকে ভেতরে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।”
কবি নজরুল সরকারি কলেজের ওয়েবসাইটে ক্লাস বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
“অনিবার্য কারণবশত আগামীকাল তারিখ ২৬-১১-২০২৪ কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
তিন শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাতের সূত্রপাত রোববার। ওইদিন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে' কর্মসূচির মধ্যে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
ওই সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছিলেন নজরুল কলেজের শিক্ষার্থীরা। গণ্ডগোলের মধ্যে নিরাপত্তার কারণে মাঝপথে পরীক্ষা স্থগিত করা হয়।
ওই হামলা ও লুটপাটের প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে সোমবার সকাল থেকে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন।
এসময় নজরুল কলেজের অধ্যক্ষ মাইকে শান্ত হওয়ার আহ্বান জানালে দুই কলেজের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন মোল্লা কলেজে হামলা চালান। এসময় মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান।
বেলা ১২টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় দুই ঘণ্টার এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।