Published : 26 May 2024, 05:36 PM
প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ বা চোখ রোববার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পরিচালক আজিজুর রহমান বিকালে সংবাদ সম্মেলন করে বলেন, “ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে, আর কেন্দ্রটা সন্ধ্যা ৬টার পর থেকে ৩-৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। সেটি মধ্যরাত বা তার কিছু সময় পরও অব্যাহত থাকবে।”
বাতাসের গতিবেগ সম্পর্কে তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ যখন ৬টার পর বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করবে, তখন বাতাসের পূর্ণ গতিবেগ আমরা জানতে পারব।”
বর্তমান উত্তরমুখী গতিপথ অব্যাহত থাকলে প্রবাল ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও ভারতের সাগর দ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
পরিচালক আজিজুর বলেন, “কেন্দ্রভাগ অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, এরপর তার নিম্নভাগ বা শেষের অংশ ভূমি অতিক্রম করবে। সেই অবস্থায়ও বাতাস হবে, বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে।”
ঘূর্ণিঝড় দুর্বল হওয়ার প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “এটা যখন পরিপূর্ণভাবে স্থলভাগে আসবে, যখন সেটি আর শক্তি অর্জন করতে পারবে না। স্থলভাগে আসার পর এটি গাছপালা, বিল্ডিং, অবকাঠামোর কারণে একসময় আর শক্তি অর্জন করতে পারবে না।
“কারণ তার সোর্স বন্ধ হয়ে যায়৷ সোর্স হচ্ছে সাগর। তখন পর্যায়ক্রমে এটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় মোংলা ও পায়রা বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৯০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
ভারতের আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আঘাত হানার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৩৫ কিলেমিটার পর্যন্ত উঠতে পারে।