“তাপমাত্রা কমে দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে,” বলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
Published : 09 Dec 2024, 11:49 PM
দেশের পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। সেইসঙ্গে বুধবার থেকে দেশের দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।
“মেঘলা আকাশের কারণে আজকে (সোমবার) বেশি ঠান্ডা মনে হচ্ছে, কালকে একটু তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে আবার কমতে থাকবে, দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।”
এ আবহাওয়াবিদ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও আবহাওয়ার নিয়মিত বুলেটিনে রংপুর বিভাগেও বৃষ্টির আভাস রয়েছে।
বুলেটিনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস রয়েছে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে।
রোববার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, সেটি লঘুচাপই থাকবে এবং এর কোনো প্রভাব দেশে পরবে না বলে জানিয়েছেন বজলুর রশিদ।
নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। তবে সেটি ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানে, ফলে বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়েনি।