ডিবিসিকর্মীর ওপর হামলা: ২ আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাদীকে মারধরের পাশাপাশি ক্যামেরা ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে মামলায়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2022, 12:08 PM
Updated : 13 Sept 2022, 12:08 PM

বেসরকারি টিভি স্টেশন ডিবিসি নিউজের ক্যামেরাম্যান আল আমিনের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির রিমান্ড আবেদন নাকচ করে তাদের কারাফটকে তাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ ছিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন।

আসামিরা হলেন, মাহবুবুর রহমান ওরফে টিটু ও খাইরুল ইসলাম ওরফে খাইরুল।

ডিবিসির প্রতিবেদক লিটন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই এ কে এম জিয়াউর রহমান আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

মঙ্গলবার শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

শুনানির সময় বাদীর পক্ষে কোনো আইনজীবী হাজির ছিলেন না।

দুই আসামি রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩১ জুলাই বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নিচে ওই দুই আসামির স্বজনরা ডিবিসির ক্যামেরাম্যান আল আমিনের ওপর হামলা চালায়। তাদের আঘাতে আল আমিনের চোখ, মুখ ফুলে যায়। ভেঙে ফেলা হয় তার ক্যামেরাও।

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ১ অগাস্ট কোতোয়ালি থানায় মামলা করেন আল-আমিন।