কাচপুরের লাভলী সিনেমা হলের সামনে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
Published : 12 Nov 2024, 11:56 AM
নারায়ণগঞ্জের সোনারগাঁর কাচপুরের রাস্তা খুঁড়ে গ্যাসের ‘অবৈধ সংযোগের কাজ করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।
কাচপুরে লাভলী সিনেমা হলের সামনে সোমবার রাত ১১টার দিকে ওই ঘটনার পর দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
কাচপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেছেন, রাতে বিস্ফোরণের খবর তাদের কেউ জানায়নি।
“সকালে খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই শ্রমিকরা তিতাস গ্যাসের একটি মূল সংযোগে আরেকটি সাব সংযোগ ঝালাইয়ের কাজ করছিলেন, ওই সময়ে বিস্ফোরণ ঘটে।”,
দগ্ধরা হলেন- মিজান, জাহাঙ্গীর আলম, রিপন, সুলতান, শাহজালাল, মো. জয়, এবং রাজু।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীরের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, এবং সুলতানের ২০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শাহজালালের ৭ শতাংশ, জয়ের ২২ শতাংশ এবং রাজুর শরীরের ২ শতাংশ পুড়েছে।
সাত জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ডা. শাওন।
ভর্তি রোগীদের মধ্যে জয়ের অবস্থা ‘আশঙ্কাজনক’ হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছে।
বিস্ফোরণের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) সিদ্দিকুর রহমান বলেন, “আমরা বেশ কয়েক বছর ধরে নতুন গ্যাস সংযোগ দিচ্ছি না৷ বৈধ গ্যাস সংযোগের কোনো মেরামত বা কাজ করতে হলে আমাদের অবগত করে কাজ করতে হয়৷ এটা পরিষ্কার যে কেউ অবৈধ সংযোগের কাজ করাচ্ছিলেন, তখন বিস্ফোরণ হয়৷”
সকালে তিতাসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
সিদ্দিকুর রহমান বলেন, “সকালে গাড়ি চলাচলের কারণে সড়কটি ব্যস্ত হয় পড়ার কারণে আমাদের মূল সংযোগটি কী অবস্থায় আছে তা নিরীক্ষণ করে দেখা যায়নি৷ আমরা এ বিষয়ে কাজ করছি৷”
মো. রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেছেন রাতে রাস্তা খুঁড়ে এই শ্রমিকরা কাজ করছিল। “এসময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে।“