এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান হয়েছে।
Published : 14 May 2024, 05:03 PM
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নাগরিকদের সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফেইসবুকে সামন্ত লাল সেনের কোনো অ্যাকাউন্ট নেই। কুচক্রী, স্বার্থান্বেষী মহল ফেইসবুকে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সাথে প্রতারণার চেষ্টায় লিপ্ত। মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
“এ অবস্থায় সাধারণ মানুষের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এসব প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।”
এ ধরনের ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট ও প্রতারকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
চলতি বছরের জানুয়ারি মাসেও স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রলণালয়। সেবারও বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করা হয়।
স্বাস্থ্যমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট নেই, সতর্ক থাকার পরামর্শ