'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক মো. আরশাদ হোসেন।
Published : 19 Aug 2024, 02:58 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরে আলোচনায় আসা শাহবাগ থানার পরিদর্শক মো. আরশাদ হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
আরশাদ হোসেন গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন।
সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যপক সমালোচনার জন্ম দেয়।
শাহবাগ থানার এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের কারণ হিসেবে ডিএমপি বলেছে, “সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”