ফেরারী জেএমবি সদস্য গ্রেপ্তার নরসিংদীতে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 11:54 AM
Updated : 11 August 2022, 11:54 AM

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮) নামের ওই সদস্য বুধবার রাতে নরসিংদীর মাধবদী থেকে গ্রেপ্তার হন বলে এটিইউ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, লিমন সাত বছর পলাতক ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা চলছে।

লিমনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় জেএমবি সদস্যরা সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করে। সেখানে পুলিশ অভিযান চালালে তিনি পালিয়ে যান।

সাত বছর নরসিংদীসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গিবাদের বিস্তার ও অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন লিমন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লিমন ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংগঠনটির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিলেন।