অস্ত্র পরিষ্কার করার সময় গুলি তার পিঠে বিদ্ধ হয়েছে।
Published : 04 Jun 2024, 12:19 AM
অস্ত্র পরিষ্কার করতে গিয়ে রাজধানীর পুরানা পল্টনে একটি বন্দুকের দোকানের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মো. শাহিন (৩৮) নামে ওই কর্মীকে সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারের নিচতলার দোকান ’এফ আহাম্মেদ আর্মস’ এর কর্মী শাহিন অস্ত্র পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
শাকিল নামে এক সহকর্মী হাসপাতালে সাংবাদিকদের বলেন, দোকানে একটি অস্ত্র পরিষ্কার করার সময় হাত থেকে পড়ে গিয়ে গুলি বের হয়ে শাহীনের পিঠের নিচে বিদ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, আহত গুলিবিদ্ধ শাহিনকে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।