শুক্রবার বিকাল জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
Published : 10 Jan 2025, 10:41 PM
স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যকার সেলিম আল দীনের ৭৫তম জয়ন্তী এবং ১৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী উৎসব।
সেলিম আল দীনের চেতনাকে ছড়িয়ে দিতে ‘সেলিম আল দীন সংগ্রহশালা’ আয়োজন করেছে এই স্মরণোৎসব ও ৭৫তম জয়ন্তী উৎসব।
শুক্রবার বিকাল জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
এ সময় সৈয়দ জামিল আহমেদ বলেন, “সেলিম আল দীনের ‘চাকা’ নাটকটি আমার নির্দেশনায় আমেরিকায় মঞ্চস্থ হয়েছে। নাট্যকার হিসেবে তিনি আলাদা এবং স্বতন্ত্র একটা জায়গা তৈরি করেছেন।”
স্বাগত বক্তব্যে সেলিম আল দীন সংগ্রহশালার পক্ষে মো. কামরুল হাসান খান বলেন, “সেলিম আল দীন নাট্যচর্চায় নতুন পথরেখা তৈরি করেছেন। তার লেখনির স্পর্শে হাজার বছরের বাংলা নাটকের ঐতিহ্যের পরিচিতি বিশ্বনাট্য ধারায় স্বতন্ত্র মূল্যবোধে উদ্ভাসিত হয়ে উঠেছে। তার মতো গুণী নাট্যকারকে স্মরণ করে রাষ্ট্রীয় আয়োজনে উৎসব করা হোক।”
পরে বিকেল সাড়ে ৪টায় সেমিনার কক্ষে ‘প্রাতিষ্ঠানিক গবেষণা ও মূল্যায়নে সেলিম আল দীন’ শিরোনামের প্রবন্ধ পাঠ করেন জাহারাবী রিপন।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ইউসুফ হাসান অর্ক, গোলাম শফিক, জাহিদ রিপন।
মোহাম্মদ আজম বলেন, “বাংলা সাহিত্য যে কজনকে নিয়ে গর্ব করে সেলিম আল দীন তাদের অন্যতম।”
সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান। এই অকাল প্রয়াণে বাংলাদেশের নাট্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয় বলেছেন তিনি।
সেলিম আল দীন সংগ্রহশালার আহ্বায়ক কামরুল হাসান খান বলেন, “গত বছরের ১৮ অগাস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন উপলক্ষে উৎসবের পরিকল্পনা ছিল। আমরা জুলাইয়ে উৎসবটি করতে চেয়েছিলাম। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। এবার প্রয়াণবার্ষিকীতে যুগপৎ স্মরণোৎসব ২০২৫ ও ৭৫তম জয়ন্তী পালন করছি।”
১০ থেকে ১৩ জানুয়ারি প্রতিদিন একটি করে সেমিনার অনুষ্ঠিত হবে বলেছেন কামরুল হাসান। এছাড়া থাকবে সেলিম আল দীন রচিত ‘ধাবমান’ নাটকের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গাজীর গান।
শিল্পকলার সেমিনার কক্ষে শনিবার বিকেল ৪টায় ‘সেলিম আল দীন-গবেষণা: প্রবণতা ও সম্ভাবনা’ প্রবন্ধ পাঠ করবেন লাবণ্য মণ্ডল। এদিন আলোচক হিসেবে থাকবেন হামিম কামরুল হক ও আবু সাঈদ তুলু। সভাপতিত্ব করবেন শহীদুল মামুন।
রোববার বিকাল ৪টায় সেমিনার কক্ষে ‘সেলিম আল দীন: তার কবিতার কথা’ প্রবন্ধ পাঠ করবেন তারিক রেজা। আলোচক থাকবেন কুদরত ই হুদা, সোহেল হাসান গালিব ও রাকিব লিখন।
এদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে চলবে সেলিম আল দীনবিষয়ক তথ্য প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় থাকবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গাজীর গান। পরিবেশন করবেন আজিজ সরকার।
সমাপনী দিন সোমবার বিকাল ৪টায় সেমিনার কক্ষে ‘জাতীয় সংস্কৃতির জাগরণে সেলিম আল দীনের ভূমিকা’ বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন আবু সাঈদ তুলু। আলোচনা করবেন অনিকেত শামীম, ইসলাম শফিক, অসীম কুমার নট্ট, সামিউন জাহান দোলা।
সে দিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল হলের লবিতে চলবে সেলিম আল দীনবিষয়ক তথ্য প্রদর্শনী।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘ধাবমান’। নির্দেশনা দিয়েছেন আনন জামান। পরিবেশন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
মঙ্গলবার ১৪ জানুয়ারি সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে।