বিকাল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল ফের শুরু হয়।
Published : 24 Mar 2025, 05:35 PM
যাত্রাপথে একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটির (পাওয়ার ফেইল) কারণে মেট্রোরেল আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে।
সোমবার বেলা ৩টা ৩২ মিনিটের দিকে ৮ নম্বর গাড়ির ‘পাওয়ার ফেইল’ করে বলে জানান এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতে কারওয়ানবাজার থেকে ফার্মগেটের মাঝামাঝি অংশে আটকে যায় ট্রেনটি।
“পরে ট্রেনটি কোনোমতে ফার্মগেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিকাল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।”
ট্রেন বন্ধ থাকায় অফিস ছুটির পর ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি নিয়ে পোস্টও করেন অনেকে।
কিউ এইচ ফয়সাল নামের একজন যাত্রী লিখেছেন, “মেট্রোরেল বন্ধ হয়ে গেছে। আমি প্রায় ২৫ মিনিট ধরে শাহবাগে আছি।”
মীর তারিকুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, “প্রায় ত্রিশ মিনিট ধরে মেট্রো বন্ধ। সবগুলো ট্রেন আটকে আছে। বের হওয়ার আগে পরিকল্পনা করে নিন।”